বাউফলে ভ্রাম্যমান আদালতে ৫ জনের জরিমানা

বাউফলে ভ্রাম্যমান আদালতে ৫ জনের জরিমানা

এম অহিদুজ্জামান ডিউক প্রতিনিধি বাউফল :পটুয়াখালীর বাউফলে চায়ের দোকান খোলা রাখার অপরাদে ৫জন চা বিক্রেতাকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত আটটার দিকে পৌর শহরের দু’জন, কালাইয়া একজন ও রাজনগর এলাকার দু’জন চা বিক্রেতার প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জাকির হোসেন। করোনা ভাইরাস নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, বাউফল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে পাঠানো রোগীর সর্দি কাশির নমুনা পরীক্ষার জন্য ২৯ মার্চ বেলা ১২টায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে। তবে রোগীয় শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। উল্লেখ্য বাউফলে বিভিন্ন সময়ে ২৬১জন প্রবাসী বাউফলে ফিরেছেন। যার মধ্যে এখন ৩০জন হোম কোয়ারেন্টাইনে আছেন। অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে গণ সচেতনামূলক প্রচার চালিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল ১১টা থেকে পৌর শহরের ইলিশ চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নের ছোট বড় হাট বাজারগুলোতে ভাইরাস প্রতিরোধক স্প্রে ছিটানো হয়েছে। সেনাবাহিনির এ দলটির নেতৃত্বে দেন ক্যাপটেন সাজিদ হোসেন।